মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের পাগুরিয়া গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন কৃষক মিলাদ মিয়া। মঙ্গলবার সকালে ভাইদিঘি হাওরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মিলাদ মিয়া স্থানীয় বাসিন্দা তাজুদ মিয়ার পুত্র এবং দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ মঙ্গলবারও বোরো ধান কাটার কাজে ছিলেন মিলাদ মিয়া। সকাল প্রায় ১১টার দিকে আকাশে ঘন কালো মেঘ জমে আকস্মিক বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ঠিক সেই সময় একটি বজ্রপাত সরাসরি মিলাদ মিয়ার গায়ে আঘাত হানে এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার সময় মিলাদ মিয়ার সঙ্গে তার পিতা ও দুই ভাইও ধানক্ষেতে ছিলেন। তবে তারা কেউ আহত হননি। বজ্রপাতের শব্দ ও আকস্মিকতায় তারা আতঙ্কিত হলেও নিরাপদে হাওর থেকে ফিরে আসেন।  

মিলাদ মিয়ার মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতা শামীম আহমদ। তিনি জানান, হাসপাতালে এসে দেখি নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনেছা বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তবে প্রাকৃতিক দুর্যোগে কৃষকসহ জনসাধারণকে আরও সচেতন থাকার অনুরোধ করেছেন তিনি। এদিকে মিলাদ মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন এবং দুই ছোট সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

প্রতিবছর বর্ষাকালে হাওর অঞ্চলে বজ্রপাতের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা মাঠে কাজের সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024