|
Date: 2025-04-22 19:24:57 |
এসএসসি পরিক্ষার্থীদের মাঝে কলম স্কেল এবং অভিবাবকদের বিশুদ্ধ পানি ও স্যালাইন নিয়ে পাশে দাঁড়ালেন ছাত্রদল।
২২ এপ্রিল (মঙ্গলবার) ছাত্রদলের পাঁচবিবি উপজেলা ও মহিপুর হাজী মহসিন কলেজ শাখার উদ্যোগে পরিক্ষা শুরু আগে পরিক্ষার্থীদের হাতে কলম স্কেল তুলে দেন এবং অভিবাবকদের জন্য বিশুদ্ধ পানি, স্যালাইন ও বসার স্থান করে দেন।
পরিক্ষার্থীদের অভিবাবকগণ বলেন ছাত্রদলের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।এখানে দূর দূরান্ত থেকে পরিক্ষার্থীরা আসে এবং পরীক্ষার ৩ ঘন্টা আমাদের খুব কষ্ট করে বাহিরে দাঁড়িয়ে থাকতে হয় ছাত্রদলের পক্ষ থেকে আমাদের বিশুদ্ধ পানি ও স্যালাইন নিয়ে পাশে দাঁড়িয়েছে। আমাদের সুন্দর পরিবেশে বসার স্থান করে দিয়েছে এতে আমরা অনেক খুশি।
এসময় জেলা ছাত্রদলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন বলেন,দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের এই উদ্যোগ পরিক্ষার্থীদের মাঝে কলম স্কেল বিতারণ এবং দীর্ঘ অপেক্ষার কথা চিন্তা করে অভিবাবকদের বিশুদ্ধ পানি, স্যালাইন ও বসার স্থান করে দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষা যতদিন চলবে পরীক্ষার্থী ও অভিবাবকদের পাশে থাকার কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,মোঃ নুরুল্লাহ হোসাইন দপ্তর সম্পাদক কুসুম্বা ইউনিয়ন ছাত্রদল,মোঃ সামিউল যুগ্ম আহবায়ক হাজী মহিপুর মহসিন সরকারি কলেজ,মোঃমোস্তাকিম, ছাত্রদল নেতা মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ,মোঃ সাকিব সদস্য বালিঘাটা ইউনিয়ন ছাত্রদল।
© Deshchitro 2024