|
Date: 2025-04-23 17:21:10 |
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনকারীদের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখার প্রধান সমন্বয়ক এস এম সুইট। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন তিনি।
অনশনে বসা সমন্বয়ক এস এম সুইট বলেন, কুয়েটের উপাচার্য তার নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে। শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। কিন্তু এখন তিনি শিক্ষার্থীদের ওপরেই নানারকম জুলুম নিপীড়িত শুরু করেছেন। শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি ভ্রুক্ষেপহীন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারও শিক্ষার্থীদের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। কুয়েটের শিক্ষার্থীরা ভিসির অপসারণের দাবিতে আন্দোলন করছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিটি সংহতি জানিয়ে অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত, কুয়েটের শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাদের সাথে আমরাও ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
প্রসঙ্গত, কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২১ এপ্রিল বিকাল পৌনে ৪টা থেকে আমরণ অনশন শুরু করেন কুয়েটের ৩২ শিক্ষার্থী। গত ৪৮ ঘন্টায় ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রতিবেদন লেখার সর্বশেষ তথ্য অনুযায়ী এক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
© Deshchitro 2024