|
Date: 2025-04-24 08:11:08 |
টাঙ্গাইলের মধুপুরে উত্তম কৃষি চর্চার মাধ্যমে আনারসকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার জন্য কৃষি উদ্যোক্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দিনব্যাপি অনুুুুুুুুুুুুুুুুুুুুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।
কর্মশালায় সভাপতিত্ব করেন এসএসএস এর জ্যোষ্ঠ পরিচালক সন্তোষ চন্দ্র পাল। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, প্রকল্প কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, সংগঠনের জোনাল অফিসার আব্দুর রহিম, আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, পরিবেশ কর্মকর্তা তুষার পাল প্রমূখ।
প্রকল্প কর্মকর্তা প্রদীপ কুমার সরকার জানান, সাস্টেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ এন্ড রেসিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় নিরাপদ আনারস উৎপাদন, আনরস দিয়ে জ্যাম, জেলি, ক্যান্ডি, জুস, চিপস, ভিনেগারসহ বিভিন্ন সুস্বাদু উপকরণ তৈরি ও বিপনণ এবং আনারসের পাতা দিয়ে সুতা ও গো-খাদ্য (সাইলেস) তৈরির ব্যবস্থা করা হবে। একই সাথে আর্থিক সহযোগিতার মাধ্যমে ওই ব্যবসাগুলোকে গতিশীল করা, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিপনণ ব্যবস্থার ক্ষেত্রে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা করা হবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, মধুপুরের মাটিতে সোনা ফলে। এই সোনার মাটিতে উৎপাদিত আনারস দেশ বিখ্যাত। এই আনারসের ঐতিহ্য ধরে রাখার ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মধুপুর পুরোপুরি কৃষির উপর নির্ভর করে অগ্রসর হয়েছে। তাই আনারসের বৃহৎ বাজার নষ্ট করবেন না। এতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি নিরাপদ আনারস উৎপাদন করে আন্তর্জাতিক বাজার ধরতে পারেন তাহলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। আপনারা আরো সমৃদ্ধ হবেন।
© Deshchitro 2024