|
Date: 2025-04-24 19:18:26 |
সাতক্ষীরায় লবণ সহিষ্ণু ও বিশিষ্ট বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো ধানের জাত বিনাধান-১০ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় শ্যামনগর উপজেলার আটুলিয়া এলাকার কৃষক মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনা’র মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিল্পী দাস।
মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা ও বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মশিউর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এই মাঠ দিবসে অর্ধ-শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।
এ সময় বক্তারা উচ্চফলনশীল ও লবণ সহিষ্ণু বিশিষ্ট বোরো ধানের জাত বিনাধান-১০ চাষের নানা সুবিধা তুলে ধরেন।
© Deshchitro 2024