|
Date: 2025-04-24 19:28:02 |
সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া শ্রীপুর গ্রামে ভেজাল দুধ উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়ে সুজন ঘোষ (৩১) নামে ২০৩ কেজি ভেজাল দুধ মেশিন ও মালিককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুজন ঘোষ ওই গ্রামের ভোলা ঘোষের ছেলে।
অভিযানে ২০৩ কেজি ভেজাল দুধ, ৪৫ কেজি সয়াবিন তেল, ১১ কেজি দুধ তৈরির পাউডার এবং ছয়টি বড় ড্রামসহ দুধ তৈরির একটি বিশেষ মেশিন জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুজন ঘোষ ওই এলাকায় ভেজাল দুধ তৈরি করে তা বাজারজাত করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার এই কারখানাটি ধ্বংস করে দেয়া হয় এবং তাকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
© Deshchitro 2024