প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন পেয়েছে যুব নেতৃত্বাধীন সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস) বাংলাদেশ। 

এনজিও বিষয়ক ব্যুরোর সহকারী পরিচালক-১ বিপুল চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের কাগজ তুলে দেন। এসময় ইয়েস বাংলাদেশ এর পক্ষ থেকে নিবন্ধনপত্র গ্রহণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় কমিটির  সভাপতি শামিম আহমেদ।

সারাদেশে যুবকদের নিয়ে বিভিন্ন জেলা-উপজেলায় কার্যক্রম পরিচালনা করা যুব সংগঠন ইয়েস বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। 

বাংলাদেশের সকল যুব সমাজ বিশেষ করে নারী এবং শিশুদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই যুব সংগঠনটি। সমগ্র বাংলাদেশে যুবকদের নিয়ে স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, শিশু অধিকার প্রতিষ্ঠা, যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন সহ দেশের বিভিন্ন দুর্গম এলাকায় কার্যক্রম চালানোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগকালে এবং করোনা কালে বেসরকারি পর্যায়ে বড় ধরনের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

ইয়েস বাংলাদেশের সভাপতি শামিম আহমেদ জানান, 'এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনের মাধ্যমে  ইয়েস বাংলাদেশ এখন থেকে নারী,  শিশু এবং যুবদের নিয়ে কার্যক্রম বাস্তবায়নে আরো সক্রিয় এবং ব্যাপকভাবে কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে এবং আমরা প্রতিনিয়ত আমাদের মিশন- ভিশনকে সামনে রেখে আরো ভালোভাবে কাজ করে যাবো।'

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024