ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করার দুই ঘণ্টা পর অপহৃতাকে উদ্ধার ও অপহরণ কারীকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী (১৫) গত বৃহস্পতিবার তার খালাতো ভাই ইমন মিয়াকে নিয়ে অটো রিকশা যোগে মার্কেট করার উদ্দেশ্যে ঈশ্বরগঞ্জ আসার পথে চরহোসেনপুরস্থ ঈশ্বরগঞ্জ সরকারী কলেজ গেইটের সামনে অটো থেকে নামার সাথে সাথে চরশিহারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩১)  অপহৃতার খালাতো ভাই ইমনকে ভয়ভীতি প্রদর্শন করে শিক্ষার্থীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে ইমন বিষয়টি অপহৃতার পরিবারকে জানালে অপহৃতার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার  মডেল থানারস্থ লক্ষিগঞ্জ নামক স্থানের মাহিয়া এন্টার প্রাইজ আবুল কালামের দোকানের সামনে থেকে আসামী রাসেল মিয়াকে গ্রেফতার করে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রধান আসামি রাসেল মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। নারী ও শিশুদের নিরাপত্তায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।


 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024