|
Date: 2025-04-27 16:05:16 |
খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে সম্পূর্ণরূপে অটোমেশনের আওতায় আনতে আজ ২৭ এপ্রিল (রবিবার) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অ্যাক্রেডিটেশন অর্জন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনাসহ প্রয়োজনীয় সব তথ্য একসঙ্গে সহজে পাওয়া যাবে। আমাদের বিদ্যমান রিসোর্স ব্যবহারের মাধ্যমেই এ কাজ সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অটোমেশন চালুর মাধ্যমে কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমে প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়াতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অটোমেশন কার্যক্রম সফল করতে হবে।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে অটোমেশনে আনার সম্ভাব্য পরিকল্পনা পাওয়ারপয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। পাশাপাশি অনুরূপ আরেকটি ধারণা উপস্থাপন করেন ইন্টারলিঙ্ক টেকসফ্ট লিমিটেডের পরিচালক (টেকনিক্যাল) মিঠুন মোদক।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। উপস্থিত সকলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
© Deshchitro 2024