|
Date: 2025-04-28 15:06:13 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়কে আটক করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ২৮ এপ্রিল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমীন ও আদালত পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর পাসপোর্ট করার জন্য ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় ২৭ এপ্রিল রবিবার স্ত্রীর সঙ্গে শেরপুর শহরের নবীনগর এলাকায় পাসপোর্ট অফিসে যান। সেসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে ৩০ দিনের আটকাদেশসহ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক আটকাদেশ মঞ্জুর করে তাকে জেলা কারাগার প্রেরণের নির্দেশ দেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমীন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়কে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের আদালত পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, ৩০ দিনের আটকাদেশসহ বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার শ্রী বিশ্বজিৎ রায়কে গতকাল রবিবার আদালতে নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024