মোরেলগঞ্জে মৎস্য ঘেরে ভাসছিল মুখে টেপ প্যাঁচানো এক যুবকের মরদেহ দেখেই পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

সোমবার (২৮ এপ্রিল) বেলা ৭টার দিকে মোড়েলগঞ্জের তাফালবাড়ি এলাকায় তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্যঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বাগেরহাটের মোড়েলগঞ্জে হাসান শেখ (২০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ তাৎক্ষণিক  উদ্ধার করেছে পুলিশ।সে মোংলার মালগাজী গ্রামের বাসীন্দা বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে মোড়েলগঞ্জ থানার ওসি মো. রাকিব আল হাসান নিশ্চিত করে বলেন, মরদেহটি পার্শ্ববর্তী মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের হাসেম শেখের ছেলে হাসান শেখের। সে একজন পেশাদার ভ্যানশ্রমিক ছিলো। তার মুখমন্ডলে কসটেপ প্যাঁচানো রয়েছে বলে জানানো হয়।

মৃত্যুর কারন জানা না গেলেও ভ্যান শ্রমিক হাসান শেখ পরিকল্পত হত্যাকান্ডের শিকার হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। এ বিষয়ে অনুসন্ধান করছে থানা পুলিশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024