জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় রাজশাহী সিটি কলেজের ছাত্র মোঃ রাহিসুল ইসলামের  নেতৃত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহবায়ক জানে আলম, সাইফুল ইসলাম, সাব্বির আহমেদ, মারুফ হোসেন প্রান্ত, যুগ্ন সদস্য সচিব মেহেদী হাসান, সংগঠক আবু ওবাইদা, জেলা নাগরিক পার্টির সংগঠক ইঞ্জিনিয়ার গোলাম কবির, আশরাফুল ইসলাম, ওমর আলী বাবু , বোরহান উদ্দিন, ওয়ারিওস অফ জুলাইয়ের আহবায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, মুখপাত্র  ইরাদ হোসেন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ব্যবস্থা আগের মতোই থাকলে জুলাই অভ্যুত্থানে শহীদের রক্ত বৃথা যাবে। যে হাজারো রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা কখনও ব্যর্থ হতে দেওয়া যাবে না। পুরনো রাজনৈতিক ব্যবস্থা ভেঙে তরুণদের এগিয়ে আসতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ্বাস করে বাংলাদেশকে সত্যিকারের এক গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। অতীতেও বাংলাদেশের বড় বড় পরিবর্তন ছাত্র সমাজের হাত ধরেই হয়েছে।

তারা আরো বলেন, বর্তমান রাজনীতিতে লক্ষ করা যাচ্ছে অনেক দল সংগঠন পূর্ববর্তী ফ্যাসিবাদী শক্তিকে পূনর্বাসনের চেষ্টা করছে। এ চেষ্টা কখনও সফল হতে দিবে না ছাত্রজনতা।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ছাত্রনেতা সালেহুর রহমান সজিবের  সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের সমাপনী ঘোষণা করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024