যশোরের  অভয়নগর উপজেলার "দারুল উলুম ইসলামিয়া  মাদ্রাসা" একটি খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বিগত প্রায় চার যুগ ধরে ইসলামি শিক্ষার প্রচার-প্রসারে ঔতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির  ভূমিকা অপরিসীম। উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে অবস্থিত  বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি কেবল ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া ও প্রাণখোলা সাহায্য- সহযোগিতার ভিত্তিতেই পরিচালিত হয়ে আসছে।

অত্র মাদ্রাসাটি বিশ্বখ্যাত মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দের আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ভিত্তিক বৃহত্তর একটি দ্বীনি প্রতিষ্ঠান। এটি স্থাপিত হয়েছিল ১৯৭৪ সালে। 

এ প্রতিষ্ঠান থেকেই অনেক দেশ বরেণ্য আলেম ইলম শিক্ষা করে দ্বীনের খেদমত করছেন। 

ইসলামী জ্ঞান ভান্ডার সংরক্ষণ ও তার ব্যাপক প্রচার, যার মাধ্যমে আল্লাহর বিধানাবলী ও সুন্নাতে নববী প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা দীক্ষার মাধ্যমে দূরদর্শী হক্কানী আলেম সৃষ্টি করা। এখানে রয়েছে 

হিফজ বিভাগ, নাজেরা বিভাগ, মক্তব বিভাগ,  কিতাব বিভাগ  যা দক্ষ ও যোগ্য হাফেজ সাহেবদের সার্বিক তত্ত্বাবধানে  কম সময়ে সহীহভাবে কোরআন তেলাওয়াত করতে পারদর্শী করে তোলা, সুবিন্যাস্ত শ্রেণী পদ্ধতিতে ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়। 

এখানে  আরবি বর্ণমালা পরিচয় থেকে পবিত্র কুরআন নাজেরা, দোয়া দরুদ, মাসয়ালা মাসাইল সহজ  বাংলা, ইংরেজি, গণিতসহ শিক্ষা প্রদান করা হয়। 


দোচালা টিনের ঘর থেকে ছোট্ট একটি প্রতিষ্ঠানের স্বনামধন্য মুহতামিম আলহাজ্ব মাওলানা আজিজুল হক সাহেব (দা:বা:) বস্তুত তার অসাধারণ প্রজ্ঞা, দক্ষতা এবং অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর অকৃত্রিম সহযোগিতার বদৌলতেই প্রতিষ্ঠানটি আজ সর্বশ্রেণীর আলেম-ওলামা ও জনসাধারণের মধ্যে ব্যাপক পরিচিত লাভ করেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024