◾ স্পোর্টস ডেস্ক 


কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের রেফারির নাম ঘোষণা করেছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। 


এক বিবৃতিতে ফিফা গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জানিয়েছে, আগামী রবিবারের ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চিনিয়াক।


মেট্রো জানিয়েছে, ৪১ বছর বয়সি মার্চিনিয়াক এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন। শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন এই মার্চিনিয়াক। 


ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন পোল্যান্ডেরই পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ। ২০১১ সালে ফিফা রেফারির তালিকায় নাম লেখানো মার্চিনিয়াক ওই বছরই ইউরোপা লিগের ম্যাচ পরিচালনা করার সুযোগ পান। 


পরের বছর চ্যাম্পিয়নস লিগে অভিষেক হওয়া মার্চিনিয়াক ২০১৬ ইউরোতে তিনটি ম্যাচ পরিচালনা করেন।


এবারের ফাইনালের দুই সহকারীকে নিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা-আইসল্যান্ড ও জার্মানি-সুইডেন ম্যাচ চালিয়েছিলেন মার্চিনিয়াক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024