চলতি মৌসুমে বগুড়ার আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫ টায় আদমদীঘি উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে সান্তাহার এলএসডিতে প্রধান অতিথি হিসেবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রাব্বানী, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আহম্মেদ আলী সরদার, সান্তাহার সিএসডির ব্যবস্থাপক তারিকুল ইসলাম, সান্তাহার এলএসডির ইনচার্জ মোহাম্মদ আলী মিঞা, আদমদীঘির এলএসডির ইনচার্জ মোহাম্মাদ ইসমাইল খান, নশরৎপুর এলএসডির ইনচার্জ শাহ আলম, প্রত্যায়নকারি খাদ্য পরিদর্শক আব্দুল হান্নান প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রাব্বানী জানান, চলতি মৌসুমে ৪৯ টাকা কেজি দরে ১৮হাজার ৮১২ মেট্রিক টন চাল, ৩৬ টাকা কেজি দরে ৮১৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রথম দিনে সান্তাহারের মেসার্স আল-আমিন চাউল কলের প্রোপাইটর হাজী ওয়াহেদুল ইসলাম ২১ মেট্রিক টন চাল প্রদাণ করেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024