|
Date: 2025-04-29 14:37:55 |
পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা আরও গুরুতর পরিস্থিতিতে রূপ নেওয়ার আগেই যাতে সমাধানের পথে আসে সে আশা করছে একমাত্র মুসলিম ন্যাটো সদস্য দেশ তুর্কি।
রাজধানী আঙ্কারায় সোমবার (২৮ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এ আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা যত দ্রুত সম্ভব প্রশমন চায় তুরস্ক, যাতে করে এটি আরও গুরুতর পরিস্থিতিতে রূপ না নেয়।’
তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা যত দ্রুত সম্ভব প্রশমন চায় তুরস্ক, যাতে করে এটি আরও গুরুতর পরিস্থিতিতে রূপ না নেয়।’
সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর থেকে পঞ্চমরাতের মধ্যে চতুর্থবারের মতো দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের লাইন অব কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে এরদোয়ান ফিলিস্তিন প্রসঙ্গেও কথা বলেছেন। তিনি দেশটির জনগণের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের জনগণের। আল্লাহর ইচ্ছায় গাজার ভাই-বোনেরা তাদের জন্মভূমিতে চিরকাল বসবাস করবে।’
গাজায় ইযরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে তুর্কিয়ের প্রেসিডেন্ট বলেন, ‘আরও রক্তপাত, আরও শিশুহত্যা এবং জনগণকে অনাহারে ও ওষুধহীন রেখে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। এটা অবশ্যই ইসরায়েলকে উপলব্ধি করতে হবে।’
© Deshchitro 2024