কুড়িগ্রামের উলিপুরে শিয়ালের জন্য নিজের পাতানো বৈদ্যুতিক ফাঁদে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন আব্দুল হা‌কি‌ম (৬০)। আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে উলিপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের পশ্চিম শিববাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার নুরুল হকের ছেলে।তিনি একজন সুপারী ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল হা‌কিমের বা‌ড়ির পাশের পাট ক্ষেতে কিছুদিন ধরে শেয়ালের উপদ্রব বেড়ে যায়। প্রায়ই রাতে শেয়াল এসে পাট গাছ ভেঙে ফেলে। শেয়ালের অত্যাচার থেকে পাট ক্ষেত রক্ষায় আব্দুল হাকিম বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। বুধবার ৩০ এপ্রিল সকাল ৮ টার দিকে ফাঁদের বিদ‌্যু‌তিক সংযোগ বি‌চ্ছিন্ন না করেই পাট ক্ষেতে ফাঁদ দেখতে গিয়ে অসাবধানতা বশতঃ তিনি বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জমিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। এসময় ওই ফাঁদে দু'টি মৃত শেয়াল দেখা যায়। উলিপুর থানার ওসি ‌জিল্লুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024