• মো.লিমন আহমেদ :


গনিত কে সহজভাবে সবার কাছে তুলে ধরে গনিত শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য ২০২১ সালে শরীয়তপুর ম্যাথ সার্কেল তাদের যাত্রা শুরু করে।


পরবর্তীতে ২০২২ সালে,"নেই কোন সংশয়, গণিত করবো জয়। গণিতের ভাষাতে রাখবো, শরীয়তপুরের পরিচয়" এই স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় বারের মতো শরীয়তপুরে গণিত অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি।



গত ১১ইং আগষ্ট, বৃহস্পতিবার শরীয়তপুর ম্যাথ সার্কেল এর প্রধান উপদেষ্টা, উপদেষ্টামন্ডলী, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল কার্যনির্বাহী সদস্যদের এক বৈঠকে আগামী ১৭ ই অক্টোবর ২০২২ তারিখে, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর ২য় গণিত অলিম্পিয়াড ২০২২ আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়, এতে প্রায় শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে এক হাজার এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে।


গতবছর প্রথমবারের মতো শরীয়তপুর ম্যাথ সার্কেল এর উদ্যোগে ১ম শরীয়তপুর ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং এতে ২০০ জন প্রতিযোগী অংশগ্রহন করেছিলো।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024