|
Date: 2022-12-17 12:39:55 |
মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছে উত্তরঙ্গের বৃহৎ অরানৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে নগরীর মালোপাড়া এলাকার ভুবনমোহন পার্ক শহীদ মিনারে সংগঠনটি এ শ্রদ্ধা জ্ঞাপন করে।
এ সময় উপস্থিত ছিলেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সদস্য ও আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দিন, বোয়ালিয়া থানার আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব সাজেদুর হক টিটু, জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, আরিফুল ইসলাস, রাসিক সাবেক কাউন্সিল (৩,৫,৬) ফারজানা হক, সামিউল ইসলাম সামু, মোসাঃ হাবিবা,মোঃ সিদ্দিকুর রহমান বাবু, শিবলী সাদিক মিলন, সালাউদ্দিন আহমেদ সোহাগ, মিজান, মোঃ বাবু,সাহিদ সনু, রাহাত , মোঃ আকবর হোসেন, মো. সাইদ ইকবাল প্রমুখ।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানার দেয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন আজ।
© Deshchitro 2024