|
Date: 2025-05-03 17:48:13 |
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা আজ শনিবার (৩ মে) থেকে দেশব্যাপী শুরু হয়েছে। দেশের ১৪৯টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা, যা চলবে আগামী ২৪ মে পর্যন্ত।
পরীক্ষার প্রথম দিন গাজীপুরের টঙ্গীস্থ ঐতিহ্যবাহী তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম। তাঁর সঙ্গে ছিলেন রেজিস্ট্রার মোঃ আইয়ুব হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “আলহামদুলিল্লাহ, সারাদেশে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে কামিল পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়নে আমরা সচেষ্ট। জেলা প্রশাসকদের চিঠির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং সেশনজট নিরসনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য পরীক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রে তদারকি করছেন।
উপাচার্য পরিদর্শনকালে তা'মীরুল মিল্লাত কামিল টঙ্গীর নবনির্মিত ক্যান্টিনসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে আলাপচারিতায় আধুনিক মসজিদ নির্মাণ নিয়েও আলোচনা হয়। রেজিস্ট্রার আইয়ুব হোসেন এসময় বলেন, “ এমন একটি মসজিদ নির্মাণের ডিজাইন তৈরি করেন যেখানে একসাথে ১৬ হাজার শিক্ষার্থী নামাজ আদায় করতে পারবেন। বিশ্ববিদ্যালয় থেকে যাবতীয় পরামর্শ সহায়তা প্রদান করা হবে।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম এবং প্রো-ভিসি প্রফেসর ড. মো. আবু জাফর খান দেশের অন্যান্য কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, “এবারের পরীক্ষায় কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ এবং কামিল আদব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, শিক্ষার্থীদের আন্তরিকতা ও সংশ্লিষ্টদের সহযোগিতায় আগামী দিনগুলোতেও পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
© Deshchitro 2024