|
Date: 2025-05-04 13:33:39 |
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে যুবদল কর্মী রাশিদুল ইসলামকে (৩৩) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত রাশিদুল ইসলাম পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের কিয়ামউদ্দিন মন্ডলের ছেলে এবং তিনি একজন কৃষিশ্রমিক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল পাট্টা ইউনিয়ন যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন। ধান কাটার কাজে এক মাস আগে বরিশাল যান রাশিদুল। শুক্রবার রাতে ধান নিয়ে বাড়ি ফেরেন। পরদিন শনিবার সকালে ধান ভাগ করার জন্য বাড়ি থেকে বের হলে সকাল ১০টার দিকে নিভা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করা হয়। রাশিদুলকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল আলম মুরাদ বিশ্বাস জানান, রাশিদুল সাবু গ্রুপের কর্মী ছিলেন।
এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বলেন, পূর্ব শত্রুতার জেরে রাশিদুলের উপর হামলা হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে গেলে আসামিরা পালিয়ে যায়। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাশিদুল মারা যান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
© Deshchitro 2024