শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ৪ মে রবিবার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ওই ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেন।


বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী (রোল নং: ৭৩১৩৩৩ ও ৯০৯৩৭৮) এবং বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী (রোল নং: ৭৩২৭৩৫)।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী নকলের সাথে জড়িত থাকাটা কোনো ভাবেই কাম্য নয়। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরবর্তী পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024