|
Date: 2022-12-17 14:37:59 |
◾ শেখ আব্দুল্লাহ
কথায় আছে " বাঙ্গালির বারো মাসে তেরো পার্বণ। " এ কথা সত্যই বাঙালির উৎসব সারাবছর লেগেই থাকে এবং যেকোনো উৎসবই বাঙালিরা অত্যন্ত ধুমধামের সাথে পালন করে থাকে। আর বর্তমানে উৎসবগুলোতে আরো ধুমধাম ও আনন্দমুখর করতে আতশবাজি ফুটানো এবং ফানুস ওড়ানো জনপ্রিয় হয়ে দাড়িয়েছে। কিন্তু এ সাময়িক আনন্দের জন্য ঘটছে ব্যাপক দুর্ঘটনা।
ফানুসের প্রধান বৈশিষ্ট্য জ্বলতে জ্বলতে অনেক উপরে উঠে ছাই হয়ে নিচে পড়া, কিন্তু বেশিরভাগ ফানুস অদক্ষ লোক দিয়ে বানানো কারনে ফানুস কিছুটা উপরে উঠে পুড়তে পুড়তে জলন্ত অবস্থায় নিচে পড়ে যায়। এ জলন্ত ফানুসগুলো বাড়ির সাদে, জনবসতিপূর্ণ এলাকায় ও গুরুত্বপূর্ণ কলকারখানার উপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। গতবছর ৩১ ডিসেম্বর রাতে ইংরেজি নতুন বছর উদযাপন করতে গিয়ে ওড়ানো ফানুস রাজধানীর বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এ পৃথিবীতে আনন্দ উপভোগের সকলকিছুই মানুষের জন্যই, কিন্তু আমরা এমন কোনো আনন্দ করবো না যেটার কারনে আমরা আমাদের ক্ষতি বয়ে নিয়ে আসবো। আমরা সচেতন নাগরিক চাইনা যে আনন্দের জন্য কোনো দুর্ঘটনা ঘটুক।
তাই এই দু্র্ঘটনা থেকে মুক্তি পেতে সকল শ্রেণীর মানুষের কাছে দাবি আমরা ফানুস ওড়ানোর ক্ষেত্রে সচেতন হই। ফানুসকে না বলি। প্রত্যেক বাবা-মায়ের কাছে অনুরোধ রইলো আপনারা আপনার সন্তানদের ফানুস ওড়ানো থেকে বিরত রাখুন। আমরা নিজেরা নিজ নিজ সচেতন হওয়ার সাথে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন সবাইকে ফানুস ওড়ানোর ক্ষেত্রে সচেতন করবো। আর সরকারের কাছেও দাবি ফানুস ওড়ানো বন্ধের ক্ষেত্রে আপনারা যথাযথ আইনানুগ ব্যবস্থা নিন।
লেখক: শিক্ষার্থী,
ইতিহাস বিভাগ
ঢাকা কলেজ, ঢাকা।
© Deshchitro 2024