শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।


৬ মে মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল-এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


এসময় ফরমালিনযুক্ত আম ধ্বংস করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যগণ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024