|
Date: 2022-12-18 03:21:53 |
◾ আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রুশ বাহিনী। একইদিনে দেশের শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রবিবার (১৮ ডিসেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবারের (১৬ ডিসেম্বর) বেশিরভাগ সময় ‘বিশেষ সামরিক অভিযানের’ সদর দপ্তরে ছিলেন পুতিন। এ সময় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত সেটি নিয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
ইউক্রেনে রুশ অভিযানকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অ্যাখ্যা দেয় রাশিয়া।
এর আগে ইউক্রেনের কিছু সামরিক কর্মকর্তারা দাবি করেন, মস্কো আগামী বছরের শুরুতেই নতুন করে আক্রমণের পরিকল্পনা করছে। এ দাবির পরপরই পুতিনের জেনারেলদের সঙ্গে বৈঠকের খবর আসে।
বৈঠকের এক ভিডিও ফুটেজে দেখা যায়, প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ও সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনের পাশে বসে আছেন।
এ সময় পুতিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমরা প্রতিটি অভিযানে কমান্ডারদের কথা শুনব। এ ছাড়া আমাদের দ্রুত ও মধ্যমমেয়াদী হামলার বিষয়ে আপনাদের প্রস্তাবগুলো শুনব।’
এ বৈঠকে জেনারেল গেরাসিমভ, বিমান বাহিনীর জেনারেল সের্গেই সুরোভিকিনও উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024