|
Date: 2025-05-07 20:27:09 |
#মান্নান হাওলাদার সভাপতি আবু হোসেন পনি সাধারণ সম্পাদক নির্বাচিত
মোংলা প্রতিনিধিঃ
মোংলা উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক মো: আবু হোসেন পনি ও সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম নির্বাচিত।
১৭ বছর পর মোংলা উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনে অনুষ্ঠিত হলো দ্বিবার্ষিক সম্মেলন। এবার সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচিত হলেন। নির্বাচনকে ঘিরে গোটা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ।
দলীয় সূত্রে জানা গেছে, (৭ মে, বুধবার) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুল মাঠে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির ঘোষিত তফসিল অনুযায়ী মোট ৪২৬ জনের মধ্যে ৪২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক উপজেলা সভাপতি এস এম ফরিদ উদ্দিন আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি), শেখ রুস্তুম আলী, জাকির হোসেন ঝংকার ফকির এবং মৃধা নজরুল ইসলামের পুত্র মৃধা ফখরুল ইসলাম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সুব্রত মজুমদার, সাকির হোসেন, মৃধা তরিকুল ইসলাম, ফারুক মৃধা ও শেখ মোস্তাফিজুর রহমান জনি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সঙ্গে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জেলা সমন্বয়ক এম এ সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দীর্ঘ ১৭ বছর ধরে মোংলা উপজেলা বিএনপিতে কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর কেন্দ্রীয় নির্দেশনায় দলকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। শুরু হয় নেতা নির্বাচনের প্রস্তুতি। পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে ৭ মে নতুন করে সম্মেলনের দিন নির্ধারণ করা হলেও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি।
নেতাকর্মীরা জানান, এত বছর পর অবাধ ও সুষ্ঠু পরিবেশে নিজেদের নেতা নির্বাচনের সুযোগ পেয়ে তারা অত্যন্ত উচ্ছ্বসিত। গণতান্ত্রিক চর্চার এই উদ্যোগকে উপজেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও স্বাগত জানিয়েছেন।
সন্ধ্যার মধ্যেই ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তখন বিজয়ী নেতাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন কর্মী-সমর্থকেরা।এবং মোংলা জুড়ে বিরাজ করছে এক উৎসবের আমেজ।
© Deshchitro 2024