সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিকদের জরিমানা করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই। 


বৃহস্পতিবার (৮ মে) সাতক্ষীরা কাটিয়া আমতলা মোড়ে মোঃ ইউসুফ আলীর চিশতিয়া ড্রিংকিং ওয়াটার এবং মধ্য কাটিয়া মাঠ পাড়ায় মোঃ রাসেদুজ্জামান এর সৌদিয়া ড্রিংকিং ওয়াটার এর উভায় পানি কারখানায় সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই অফিসের যৌথ অভিযানে ২৫,০০০/- টাকা করে জরিমানা করেন এবং কারখানার মালিক দ্বয়ের মুচলেকা লিখে দেন যে বিএসটিআই লাইসেন্স না করে আর কখনো পানি উৎপাদন করবেন না। 


সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন পানি উৎপাদন করে আসছিলেন দুটি পানির কারখানা। প্রতিষ্ঠান দুটির বৈধ্য বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় পঁচিশ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। স্থানীয় লোকজনের ভাষ্য মতে উক্ত দুটি পানির কারখানার পানি খেয়ে অনেকের বিভিন্ন চর্ম রোগ ও পেটের পীড়ায় ভুগছে। 


ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই পর্যায়ক্রমে সাতক্ষীরার সকল অবৈধ পানির কারখানায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024