ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীর  সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর রবিবার সকালে কলেজ ক্যাম্পাসের মাঠে এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফজলুল হক মনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক অধ্যক্ষ বজলুল রশিদ খান চুন্নু, বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আযোজক কমিটির উপদেষ্টা আব্দুর রশিদ, এ্যালামনাই এসোসিশনের আহবায়ক লোকমান হোসেন, সদস্য সচিব আব্দুল আলীম, কুড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নবী (শিহাব), মধুপুর উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন, কমিটির সদস্য শামছুল আরেফিন শরীফ, পাঁচ পটল ডিগ্রি কলেজের প্রভাষক লিয়াকত হোসেন জনী, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার প্রমূখ।

সভায় সুবর্ণ জয়ন্তী উদযাপনের উপ-কমিটি গঠন শেষে সম্ভাব্য বাজেট প্রনয়ন করা হয়। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024