ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে সদর উপজেলার আড়মুখী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাইমা খাতুন (৭)। সে সদর উপজেলার ১৭নং নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শিশু সাইমা বাড়ির সামনের দোকানে বিস্কুট কিনতে যায়। বাড়ী থেকে রাস্তায় ওঠার পর কালীগঞ্জ থেকে নলডাঙ্গাগামী একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এ সময় শিশুটি রাস্তায় ছিটকে পড়লে ইজিবাইকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশু সাইমা আড়মুখী দাখিল মাদরাসার প্রথম শ্রেণির খ শাখার ছাত্রী ছিলেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা যায় বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। মরদেহ দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024