|
Date: 2025-05-10 21:54:14 |
মোংলা প্রতিনিধিঃ
আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১০ মে) সন্ধ্যায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক মশাল মিছিল প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এসময় বক্তারা আওয়ামী লীগ নেতাদের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বক্তারা বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। প্রয়োজনে একদফা আন্দোলনের ডাক দেওয়া হবে।
তারা বলেন, ২৪ এর গণ আন্দোলনের পরে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।
এসময় এন সি পি এর জেলা সংগঠক আবু হাসান, মোংলা উপজেলা প্রতিনিধ মাজেদ মৃধা, সোহেল হোসেন,আব্দুল্লাহ মেরিন, ইকরাম ফকির, রিপন হালদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024