দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবারও শুরু হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ডাবল ট্র্যাক নির্মাণকাজ। প্রায় চার বছর বন্ধ থাকার পর গত কিছুদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় পুরনো প্রকল্পে ফিরেছে গতি। প্রকল্প স্থগিত থাকায় আগে বসানো বহু রেলপাথ, স্লিপার ও লাইন ফেলে-রাখা অবস্থায় মাটির নিচে ঢুকে যায়। এসব রেলপাত এখন মরিচা ধরেছে, ঝনঝনে রঙ হারিয়ে ফেলেছে দৃশ্যমান শক্তি ও সৌন্দর্য। এলাকাবাসী বলছে, এ অবস্থায় রেল চলাচল তো দূরের কথা, প্রকল্প বাস্তবায়নের আশা হারিয়ে ফেলেছিল অনেকে। রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে সার্ভে ও সংস্কারের মাধ্যমে পুরনো উপকরণগুলো কাজে লাগানোর চেষ্টা চলছে। পাশাপাশি নতুন করে যন্ত্রপাতি ও শ্রমিক নিয়োগও শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “ঢাকা-নারায়ণগঞ্জের এই গুরুত্বপূর্ণ রুটে ডাবল লাইন চালু হলে যাত্রীসেবা ও মালামাল পরিবহনে গতি আসবে। দীর্ঘদিন আটকে থাকা এই প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশনা এসেছে উচ্চপর্যায় থেকে।” উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ডাবল লাইনের কাজ শুরু হয় ২০১৮ সালের দিকে। কিন্তু নানাবিধ প্রশাসনিক ও কারিগরি জটিলতায় ২০২0 সালের পর থেকে পুরো প্রকল্প স্থবির হয়ে পড়ে। নতুন করে কাজ শুরুর খবরে খুশি এলাকাবাসী ও নিয়মিত রেলযাত্রীরা। তাঁরা আশাবাদী, এবার আর থেমে থাকবে না উন্নয়নের এই ট্রেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024