শেরপুরের ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ও বাস্তবায়নে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় ১০৫টি গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর প্রদান করা হয়েছে। ১১ মে রবিবার বেলা ১১টায় উপজেলার চাপাঝোড়া গ্রামের জংসের আলীকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও কাগজপত্র প্রদানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এসময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের দান বিভাগের প্রধান মাহবুবুর রহমান চৌধুরী, প্রকল্প কর্মকর্তা জুবায়ের ইবনে কামালসহ স্থানীয় স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। জানা যায়, ২০২৪ সালের ৪ অক্টোবর ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে ওই পরিবারগুলোর বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই পরিপ্রেক্ষিতে অসহায় ১০৫টি পরিবারকে দুই কক্ষবিশিষ্ট বারান্দাসহ সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়। প্রতিটি ঘর নির্মাণে ৩ লক্ষ টাকা করে ব্যয় হয়েছে। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৪৯টি, নকলা উপজেলায় ২টি এবং শেরপুর সদর উপজেলায় ৪টিসহ মোট ১৬০টি ঘর প্রদান করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024