জামালপুরের ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লস্কর আলী আর বেঁচে নেই।

শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ গ্রামে নিজ বসতবাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। রোববার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
কয়েক বছর আগে থেকে বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী বাকশক্তি হারানাোসহ নানা রোগে ভোগ ছিলেন। তিনি ২০০৩-২০১১ সাল পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ব্যক্তি জীবনে স্ত্রী, এক মেয়ে, চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা লস্কর আলীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হোসনে আরা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএস জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মানিকুল ইসলাম মানিক, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024