কিশোরগঞ্জের কুলিয়ারচরে একজন সহ ভৈরবে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষক সহ হাজী আসমত কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১১ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে কুলিয়ারচর ও ভৈরব উপজেলায় পৃথক পৃথক স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও একই উপজেলার রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫)। কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের শফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। এছাড়াও আহত হয়েছেন হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০) সহ কয়েকজন। জানা যায়, কিশোরগঞ্জে কয়েক দিনের মাঝারি তাপদাহের পর ১১ মে রবিবার সাড়ে ৩ টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে শুকাতে দেয়া ধানের খড় তুলতে যান কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের হাজারিনগর গ্রামের কবির মিয়া ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের কৃষক রফিক মিয়া, শ্রীনগর গ্রামের কৃষক ফয়সাল মিয়া এসময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন তারা। পরে তাদের স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। এছাড়াও হোসেনপুর উপজেলা সদরের কুড়িঘাটে এলাকায় বজ্রপাতে আহত হন আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর সহ কয়েকজন স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁরা বর্তমানে সুস্থ রয়েছেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024