ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার সুইপার পট্টিতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ১০০ লিটার দেশীয় বাংলা মদ জব্দ ও তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার(১৩ মে) দুপুরে ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই বিএম মনিরের নেতৃত্বে সেনাবাহিনীর টিম অংশ নেয়। অভিযানকালে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি করতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানানো হয় এবং মাদক বিক্রি ও সেবন থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। স্থানীয় এলাকাবাসী অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের পদক্ষেপে এলাকার যুবসমাজ রক্ষা পাবে। প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, "মাদক শুধু ব্যক্তি নয়, গোটা সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা এ ধরনের অভিযান অব্যাহত রাখব। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।"
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024