|
Date: 2025-05-13 22:32:31 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নে গ্রামে কিশোরী সংলাপ কেন্দ্রে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে ২০২৫ মঙ্গলবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীগণ সামাজিক নিরাপত্তা কর্মসূচির নাম ও ক্রাইটেরিয়া সম্পর্কে জানবে এবং ওয়ার্ড কমিটির সদস্যদের সাথে সহভাগিতা করবে এবং সুবিধা আদায়ের জন্য পরিকল্পনা গ্রহণ করবে। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কি? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কি? সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রকার সম্পর্কে ধারণা প্রদান।সামাজিক নিরাপত্তা কর্মসূচি অর্জনের জন্য নীতিমালা/ক্রাইটেরিয়া নিয়ে সহভাগিতা এবং প্রশিক্ষণার্থীর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। উক্ত প্রশিক্ষণে সহায়তা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহানাজ পারভীন ও সীডস কর্মসূচির মাঠ সহায়ক মিসেস লিয়া হাগিদক। উক্ত প্রশিক্ষণে মোট ওয়ার্ড কমিটির ২০ জন অংশগ্রহণ করে।
© Deshchitro 2024