জাবিতে মানোন্নয়ন পরীক্ষা চালু করাসহ চার দফা দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের 
জাবি প্রতিনিধি 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল বিভাগে সকল বিভাগে মানোন্নয়ন পরীক্ষা ব্যবস্থা চালু করাসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
আজ বুধবার (১৪ মে) বিকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর এ স্মারকলিপি দেন তারা।
তাদের বাকি দাবিগুলো হলো- শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে হবে, টিউটোরিয়াল ও চূড়ান্ত পরীক্ষাসহ সকল পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ দিতে হবে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডেমো ক্লাসসহ শিক্ষার্থীদের ফিডব্যাক ব্যবস্থা চালু করতে হবে। 

স্মারকলিপিতে সংগঠনটির নেতাকর্মীরা উল্লেখ করেন,  বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের পাঠদান সম্পর্কে মতামত প্রকাশের কোনো সুযোগ নেই। এমনকি বিভিন্ন সময়ে পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে অনেক শিক্ষার্থীকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তবে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের কোনো কার্যকর পদ্ধতি চালু নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মানোন্নয়ন পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র মৌখিক পরীক্ষাই যথেষ্ট নয়। তাই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শেখানোর দক্ষতা যাচাইয়ের জন্য প্রার্থীদের ডেমো ক্লাস নেওয়া উচিত। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা নিম্নলিখিত চারটি দাবি উত্থাপন করছি।
তারা আরও উল্লেখ করেন, আমরা মনে করি দাবিগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থার গুণগত মান বৃদ্ধির জন্য অপরিহার্য। আমরা বিশ্বাস করি, আপনার সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024