আজ বৃহস্পতিবার (১৫ই মে) মাদারীপুর জেলায় শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)" কর্তৃক অনুষ্ঠিত হয় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জনাব আব্বাস হাওলাদার এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ এর সচিব মো: জহিরুল ইসলাম চৌধুরী। কর্মশালার শুরুতেই পরিচয় পর্ব এবং ইউনিয়ন কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবচর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার, হাসান আল মামুন। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য এবং প্রেজেন্টেশন এর মাধ্যমে নিরাপদ অভিবাসন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)" প্রকল্পের সার্বিক কার্যক্রম ও পুনরেকত্রীকরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাদারীপুর জেলার কালকিনি উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মো: বিল্লাল হোসেন। সভাপতির বক্তব্যে জনাব আব্বাস হাওলাদার বলেন ব্র‍্যাক একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে এবং মানবতার সেবায় অগ্রনি ভূমিকা পালন করে থাকে। আজকে ব্র‍্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জানলাম তারা দেশের অভিবাসন খাত নিয়ে একটি সুন্দর উদ্যোগ গ্রহন করেছে যা প্রশংসার দাবি রাখে। তিনি ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কে ধন্যবাদ জানান এবং এই প্রোগ্রাম কে যাবতীয় সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024