|
Date: 2025-05-15 17:37:36 |
রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের হানা: চিকিৎসক অনুপস্থিতি ও খাবারে চরম অনিয়ম উদঘাটিত
নানান
অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী সদর হাসপাতালে আকস্মিক অভিযান চালিয়েছে
দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে
ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসারের
নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে হাসপাতালের ৩২ জন
চিকিৎসকের মধ্যে ১০ জন অনুপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানায়, চারজন চিকিৎসক
বদলি হয়েছেন ও একজন ছুটিতে আছেন। তবুও ২৭ জন চিকিৎসকের উপস্থিত থাকার কথা
থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ১৭ জন।
খাবার সরবরাহে চরম অনিয়মের
প্রমাণ পেয়েছে দুদক। ডায়েট চার্ট অনুযায়ী ৮১ জন রোগীর জন্য ২২ কেজি ২০০
গ্রাম মুরগির মাংস সরবরাহ করার কথা থাকলেও, বাস্তবে পাওয়া গেছে মাত্র ১৫
কেজি ২০০ গ্রাম—যা নির্ধারিত পরিমাণের চেয়ে ৭ কেজি কম।
এছাড়া
রোগীদের জন্য প্রতিদিন দুই বেলা ৩৫০ গ্রাম করে মোট ৭০০ গ্রাম দুধ দেয়ার
নিয়ম থাকলেও কোনোদিনই তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার। সপ্তাহে
একদিন (শুক্রবার) খাসির মাংস দেয়ার কথা থাকলেও তা পালন করা হয় না।
সহকারী পরিচালক সরদার আবুল বাসার জানান, এসব অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে কমিশনকে জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024