|
Date: 2025-05-15 18:39:23 |
সুখের প্রাক্তন নদ
ম.ম. রবি ডাকুয়া
নদীর চারপাশে বাতাসে ঢেউয়ে প্রেমের কোলাহল,
স্রোতের আলিঙ্গনে তাই ঘোলাজল।
বুকের ভাজের নদী ছুঁয়ে দিই যদি,
আমিও অমন প্রেমিক বাতাস হবো নিরবধি।
এসো বুকের ভাজের নরম নদী ছুঁয়ে ঢেউয়ের পরশ গুনগুনানি,
ঠোঁটে ওষ্ট ছুঁয়ে প্রেমের আগুন আনি।
এসো চুম্বনের বৃষ্টিতে ছুঁয়ে দিই,
জেগে উঠুক শরীর শহর।
নিঃশ্বাসের টর্ণেডো বুকের ভাজের মাঝ নদীতে পালতোলা ঢেউয়ে তোলপাড়।
সারাদিনময় চ্যুতচুম্বনের ছুঁতে চাওয়া হাতছানি,
এসো ছুঁয়ে দিই হাতখানি।
রোজ চুপিসারে নাবলা কথারা কবিতা হয়ে আসে মনের ঘরে।
তোমাকেই ভালো লাগে যখন তুমি আকাশ হও,
মেঘ হয়ে বৃষ্টি ঝরে এই আমি মাটিকে ছুঁয়ে দিতে অবকাশ পাও।
এই অবহেলাকে ভালবাসা ভাববো তাও,
তোমার অগোছালো কথা কাব্য তাও।
যে সুরে ওঠে বাজি,
তোমার লাগি মনযে আজি।
বহুদিন তোমার স্তব্ধতা শুনে আমি কখন বজ্র হয়ে উঠি,
বৃক্ষহীন তোমার হৃদয় মরুতে তবু ফুল যে হয়ে ফুটি।
সুখের প্রাক্তন নদী অসুখী হয় যদি,
দুঃখের বালুতে চর পড়ে ভরে যায়
চলার গতি হারিয়ে মরে যায়।
© Deshchitro 2024