|
Date: 2025-05-16 15:15:17 |
নোয়াখালী কোম্পানীগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার সূচনা হয়।
প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। তিনি তার বক্তব্যে সমবায়ের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষক-কর্মচারীদের স্বার্থে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে আর্থিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক সংহতিও বৃদ্ধি পায়।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভার আমির মাওলানা মোশারফ হোসেন এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন।
সভায় সমিতির সদস্যরা বিগত সময়ের আয়-ব্যয়ের হিসাব, বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সদস্যদের মতামতের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।
সমবায়ের সাধারণ সভায় শিক্ষক ও কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
© Deshchitro 2024