|
Date: 2025-05-16 16:19:53 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর দিঘীরপাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ৩টি ড্রেজার মেশিন, ৪টি টাওয়ারসহ পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। জানা গেছে, এক শ্রেণির কিছু অসাধু বালু ব্যবসায়ী নিয়মকানুন ভঙ্গ করে নিষিদ্ধ বালুমহাল থেকে বালু উত্তোলন করে আসছে। এরই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থ রক্ষায় ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024