|
Date: 2025-05-17 16:25:59 |
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ১৭ মে শনিবার সকাল সাড়ে ১০টায় নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় ৭টি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ সীমান্ত এলাকার রাংটিয়া দিয়ে বাংলাদেশে আনে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীনের নির্দেশে এসআই হাসেম, আব্দুল ওহাব ও এএসআই শামছুলসহ একদল পুলিশ অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মুখের মেইন রোডের পূর্ব পার্শ্বের ফজুরা বেগমের বাড়ির আমগাছের নিচে ৭টি ব্রান্ডের ৩০০ বোতল ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এ মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা বলে জানা গেছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024