পি.এল সংকট মোকাবেলায় মাটির পুকুরে চাষের প্রশংসা অতিরিক্ত সচিবের


গলদা চিংড়ির পি.এল (পোস্ট লার্ভা) সংকট মোকাবেলায় মাটির পুকুরে উৎপাদন উদ্যোগকে সময়োপযোগী ও সম্ভাবনাময় হিসেবে আখ্যায়িত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদদীন কবির।


শনিবার (১৭ মে) সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া এলাকায় মাটির পুকুরে গলদা পি.এল উৎপাদন প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।


পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এইচ এম খালিদ ইফতেখার, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মাদ শফিকুল ইসলাম এবং কালিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।


অতিরিক্ত সচিব বলেন, “মাটির পুকুরে গলদা পি.এল উৎপাদনের এ ধরনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে গলদা চাষিদের আর সংকটে পড়তে হবে না। এই প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে এবং চাষিদেরকে আগ্রহী করে তুলতে হবে।” তিনি চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার বিষয়েও আশ্বাস দেন।


পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব স্থানীয় চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এবং গলদা পি.এল উৎপাদনে আগ্রহীদের আরও উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024