|
Date: 2025-05-17 23:31:17 |
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান এর বদলীর প্রজ্ঞাপনে উচ্ছ্বসিত সারিয়াকান্দির জনসাধারণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নানা অভিযোগে অভিযুক্ত ইউএনও শাহরিয়ার রহমান কে বদলী করা হয়েছে। এতে জনমনে ফিরেছে স্বস্তি।
সারিয়াকান্দিতে যোগদানের পর থেকেই নানাভাবে সমালোচনায় আসতেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। তার বিরুদ্ধে সারিয়াকান্দিতে যোগদানের পর থেকে বদলীর আগের দিন পর্যন্ত ছিলো অভিযোগের পাহাড়। ০৫ আগষ্টের পর সারিয়াকান্দি উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্ব পেলেও শাহরিয়ার রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া জুলাই যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো সমালোচনায় আসেন। এরপর বিভিন্ন প্রশিক্ষণের নামে আ'লীগ সহ এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের পুনর্বাসন করার প্রক্রিয়া চলমান রাখার প্রতিবাদে গত ০৮ ডিসেম্বর ইউএনও শাহরিয়ার রহমান কে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী আন্দোলন এবং উপজেলা সুশীল সমাজ। ওইদিন আরও বিভিন্ন অভিযোগ এনে বিক্ষোভকারীরা ইউএনও কে অপসারণের জোর দাবি জানিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য, অবৈধভাবে বালু উত্তোলনে অনুমতি দেওয়া, বিভিন্ন দুর্নীতিতে জড়িত থাকা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ’সন্ত্রাসী’ আখ্যা দেওয়া, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা, বিএনপি নেতা ও ইউপি সদস্যকে যমুনায় নিক্ষেপ করার হুমকি প্রদানের অভিযোগ এনে বিক্ষোভকারীরা লাগাতার আন্দোলনের পরও সরানো হচ্ছিলো না ইউএনও শাহরিয়ার রহমান কে। এরপর কর্ণিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন কে মাসিক সমন্বয় সভায় লাঞ্চিত করে আনসার দ্বারা বের করে দেওয়ার চেষ্টা, ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশরা জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করতে না পারায় সাংবাদিকদের ক্যামেরায় কথা বলার কারণে ভিডিও ফুটেজ দেখে গ্রাম পুলিশদের তালিকা করে তাদেরকে নিজ কার্যালয়ে ডেকে বিভিন্ন ভাবে শাসিয়ে চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও প্রদান করেছিলেন তিনি। সম্প্রতি পৌরসভার বিভিন্ন পয়েন্ট শাহরিয়ার রহমানের নির্দেশে টোল আদায়কারী দ্বারা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কাছে থেকেও প্রতিনিয়ত চাঁদা তুলতে দেখা যায়। তার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ছিলো সারিয়াকান্দিবাসী।
অবশেষে, ১৭ মে ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শাহরিয়ার রহমান কে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় বদলি করা হয়েছে। শাহরিয়ার রহমানের বদলিতে উচ্ছ্বসিত সারিয়াকান্দির জনসাধারণ।
বৈষম্য বিরোধী আন্দোলনের শরিফুল ইসলাম মুশফিক জানান, শাহরিয়ার রহমানের সারিয়াকান্দি ত্যাগে আমরা জুলাই যোদ্ধারা খুবই আনন্দিত। তবে, আমাদের দায়ের করা অভিযোগগুলো বিভাগীয়ভাবে সঠিক তদন্তের মাধ্যমে তাকে ওএসডি করার আহ্বান জানাচ্ছি।নতুন ইউএনও সারিয়াকান্দির সকল অপকর্ম রুখে দিয়ে দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে সক্ষম হবে বলেও আশাবাদী এই জুলাই যোদ্ধা। ইউএনও অপসারণের দাবিতে বিক্ষোভকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন বলেন, সারিয়াকান্দির ইউএনও শাহরিয়ার রহমানের বদলিতে শুধু আমি না, সারিয়াকান্দিবাসী আজ স্বস্তি ফিরে পেয়েছে। ফ্যাসিস্টের দোসর, ভূমিদস্যু ও অমানবিক এই ইউএনও'র বদলীটা আরও আগে হওয়া দরকার ছিলো। তাকে সারিয়াকান্দি থেকে সরাতে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে অনেক চেষ্টা করেছি এমনকি আমাদের বিভিন্ন পরিকল্পনা এখনও চলমান ছিলো। ইউএনও অপসারনের যে অভিযোগগুলোর তদন্ত এসেছিলো তাতে আমরা সব প্রমাণ প্রদান করেছি। আমরা সারিয়াকান্দিবাসী আজ সত্যিই স্বার্থক।একইসাথে সারিয়াকান্দিবাসীকে সাথে নিয়ে নতুনভাবে উপজেলা ও পৌর এলাকার সকল অন্যায়, অনিয়ম ও দুর্নীতি রুখে দিয়ে নতুন ইউএনও'র প্রতি আদর্শ উপজেলা গড়ার আহ্বানও জানান তিনি।সর্বোপরি, সারিয়াকান্দিতে সকল জনসাধারণের মাঝে বিরাজ করছে স্বস্তি। শাহরিয়ার রহমানের পরিবর্তে নতুন ইউএনও'র মাধ্যমে মাদক ও দুর্নীতিমুক্ত সারিয়াকান্দি উপজেলা গড়ার প্রত্যয় উপজেলাবাসীর।
© Deshchitro 2024