মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে যুব ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার নেতৃত্বে সশস্ত্র বাহিনী নিয়ে খলিশাকান্দি গ্রামে জনমনে আতংক ছড়িয়ে ফসলি জমিতে পুকুর খননের চেষ্টায় শ্যামল নামে এক যুবককে উত্তম মাধ্যম দিয়েছে এলাকাবাসী।

জানাযায় উপজেলার খলিশাকান্দি গ্রামের জনসাধারণকে সশস্ত্র বাহিনীর ভয় দেখিয়ে সহজসরল গ্রামবাসীরকে প্রতিরোধের  মুখে ফেলে আওয়ামী দোসররা। এই আওয়ামী দোসরদের সঙ্গে নিয়ে ভূমিদস্যুতার  মূল হোতা শ্যামল ফসলি জমির মাটি কেটে ইটভাটাই বিক্রি করার চেষ্টায় এলাকাবাসী তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিয়েছে। 

এ সময় শ্যামলের কাছ থেকে রামদা ও চাকু উদ্ধার করেছে থানা পুলিশ।

 শ্যামলের সাথে কলোনির যুবলীগ নেতা থাই বাবু ও শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শিপন এ মাটি দস্যুতার নেতৃত্বে রয়েছে এবং এদের কে আর্থিক ভাবে সহযোগিতা করছেন দাঁড়িকামারী গ্রামের  সেলিম ওরফে এমপি সেলিম।

শাজাহানপুরে জনমনে নানা প্রশ্ন। 

আসলে কি দক্ষিণ বগুড়ার শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামানের মাটি দস্যুতার এজেন্ট কি এরা? 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024