|
Date: 2025-05-18 17:24:34 |
নারায়ণগঞ্জের কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তোলারাম কলেজের ছাত্রী মোসাঃ আফসানা আক্তার নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে আজ কিছুক্ষণ আগে, যখন আফসানা ও তার প্রেমিক শিহাব একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।
নিহত আফসানার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার মুছাপুর ইউনিয়নের বালিগাঁও এলাকায়। আহত শিহাব সোনারগাঁও থানার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মুদি দোকানদার দুলাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই আফসানা গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত শিহাবকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
© Deshchitro 2024