লালপুরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা  আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে স্বামীর বুদুর (৫৫) পরকীয়ার জেরে গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছেন স্ত্রী মেরিনা (৫২)। শনিবার (১৭ মে) উপজেলার রামানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। রামানন্দপুর গ্রামের মৃত হাইদার শেখের ছেলে বুদু। নিহত মেরিনা একই গ্রামের মৃত ম্যাচের উদ্দিন পরামানিকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫ বছর ধরে তাদের দাম্পত্য জীবন ভালই চলছিল। এর মধ্যে ছেলে ও মেয়ে দুজনকেই বিয়ে দিয়েছেন এই দাম্পতি। হঠাৎ স্বামী বুদু অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছেন। মাঝে মাঝে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হতো। মাঝেমধ্যে তাদের মধ্যে মারামারি হতো। নিহতের ছেলে বুলবুল আহমেদ সোহাগ বাদী হয়ে লালপুর থানা একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি জানান, ১৬ মে (শুক্রবার) রাত ১১ টার আমার মাকে আমার বাবা বেদম মারপিট করেন। আমি তাদেরকে রাতে মীমাংসা করে দিয়ে আমার রুমে শুয়ে পড়ি। আজ সকালে আমার মায়ের ঘরের দিকে তাকিয়ে দেখি ঘরের দরজা খোলা। এ অবস্থায় আমি ঘরের মধ্যে গেলে মাকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করি। এসময় দেখতে পাই বাড়ির পিছনে জাম্বুরা গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে আমার মা। আমি চিৎকার করতে শুরু করলে এলাকাবাসী এসে আমার মায়ের লাশ উদ্ধার করে।  মায়ের হাতে একটি চিরকুট ছিল। সেখানে লেখা আছে ‘এই মৃত্যুর জন্য দায়ী আমার বাবা এবং একটি পরিবার। এ বিষয়ে লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024