যশোরে খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্য খাদিজা (৫) মারা গেছে। সোমবার (১৯ মে) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শিশুটির মা সুমি বেগম। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এরআগে, সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় ককটেল বিস্ফোরণে গুরুত্বর আহত হয় একই পরিবারের তিন শিশু। আহতরা হলো- সজিব আহমেদ (৭), খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)। তারা গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের সন্তান। এদের মধ্য শিশু খাদিজার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করা হয়।
প্রতিবেশী আক্তারুজ্জামান বলেন, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে খাদিজার মৃত্যু হয়। স্বজনরা লাশ নিয়ে যশোরে ফিরছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, শুনেছি আহত এক শিশুকে ঢাকায় নেওয়ার পথে মারা গিয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024