|
Date: 2025-05-19 17:49:30 |
ঈশ্বরগঞ্জে নবাগত ইউএনও সানজিদা রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)ইকবাল হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, ঈশ^রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, নীলকণ্ঠ আইচ মজুমদার, কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সেলিম মিয়া, উবায়দুল্লাহ রুমি, আরিফুল ইসলাম, জাহিদ হাসান, ইসহাক আহমেদ, আজিজুল হাই সোহাগ, ফয়সাল আহমেদ, হাবিবুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত সাংবাদিকগণ উপজেলা প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকার সমস্যা, উন্নয়ন, চাহিদা ও নাগরিক সুবিধা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
© Deshchitro 2024